ইতিহাস

ইতিহাস

পঞ্চাশ গ্রামের চতুর পার্শ্বস্থ ৬.কি.মি এর মধ্যে যুগযুগান্তরে কোন মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা ছিলনা বিধায় নভেম্বর ১৯৯৫ খ্রি. অত্র এলাকার একজন সুপরিচিত শিক্ষানুরাগী ব্যক্তি বিশিষ্ট্য শিল্পপতি জনাব এম শামসুজ্জামান সাহেবের উদ্যোগে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের নিমিত্তে পার্শ্ববর্তী সকল গ্রামের সর্বস্তরের জনগণ নিয়ে ১০/১১/১৯৯৫ খ্রি.  প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিক্রমে এই গ্রামের নাম অনুসারে বিদ্যালয়ের নাম করণ করা হয়, পঞ্চাশ উচ্চ বিদ্যালয়। এই গ্রামের মহানুভব ব্যক্তিগণ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১.৪৪ শতক জমি দান করেন। সম্মানিত দাতা সদস্যগণ হলেন: ১। জনাব এম. শামসুজ্জামান (প্রতিষ্ঠাতা) ২। জনাব হাজী মলাই মিয়া, ৩। জনাব মোঃ নুরুজ্জামান, জনাব মোঃ হাবিবুর রহমান, ৫। জনাব মোঃ আজিজুর রহমান। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারি বিধি মোতাবেক সকল কাজ সম্পাদন পূর্বক ০১/০১/১৯৯৬ খ্রি. বিদ্যালয়টি একাডেমিক কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, জনাব এম শামসুজ্জামান সাহেব বিদ্যালয় নির্মাণ ও বিভিন্ন তহবিলে আর্থিক সাহায্য প্রদান করে বিদ্যালয়ের অবস্থানকে সুদৃঢ় করেন।

\r\n\r\n

উল্লেখ্য, ০১/০১/১৯৯৬ খ্রি. প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পায়। পর্যায়ক্রমে ১ম এমপিওভুক্তি (নিম্ন মাধ্যমিক) ০১/০৪/১৯৯৯ খ্রি. এবং ০১/০৫/২০১০ খ্রি. ( মাধ্যমিক পর্যায়ে)  এমপিওভুক্তি হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ২০১২ খ্রি. শিক্ষা মন্ত্রণালয় ও সিলেট মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক  শিক্ষা বোর্ড কর্তৃক একাদশ শ্রেণি খোলার অনুমতি পেয়ে কলেজে উন্নীত হয়।

\r\n